বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা 

খাগড়াছড়ি প্রতিনিধি

রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা 

তথ্য অফিস রামগড়ের আয়োজনে সোমবার (২৯ মে) রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে  ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন।

প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, ওই কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের  সরকারি পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, ধর্মীয়নেতা, হেডম্যান, কার্বারী উপস্থিত ছিলেন।

টিএইচ